বিশ্বের অনেক দেশের মতো তুরস্কের মুসলমানেরাও প্রতি বছর রমজানের প্রাক্কালে মসজিদ এবং রাস্তাসমূহ সাজায়। সাজানোর মাধ্যমে এই মাসের বিশেষ আবেগ ফুটে উঠে। তবে এই বছর, করোনার প্রাদুর্ভাবের ফলে বিশেষ আইনি বিধিনিষেধ আরোপের সাথে সাথে মসজিদগুলো মুসল্লি শূন্য হয়ে আছে। মসজিদ এবং রাস্তাসমূহও সুসজ্জিত করা হয়নি। iqna