IQNA

পবিত্র রমজানের রজনীতে তুরস্কের জনগণ | ভিডিও

15:46 - May 03, 2020
সংবাদ: 2610713
তেহরান (ইকনা)- পবিত্র রমজান মাস আল্লাহর মাস। বিশ্বের প্রতিটি দেশের মুসলমানেরা নিজস্ব রীতিনীতিতে এই মাসের আগমনকে উদযাপন করে থাকে।

বিশ্বের অনেক দেশের মতো তুরস্কের মুসলমানেরাও প্রতি বছর রমজানের প্রাক্কালে মসজিদ এবং রাস্তাসমূহ সাজায়। সাজানোর মাধ্যমে এই মাসের বিশেষ আবেগ ফুটে উঠে। তবে এই বছর, করোনার প্রাদুর্ভাবের ফলে বিশেষ আইনি বিধিনিষেধ আরোপের সাথে সাথে মসজিদগুলো মুসল্লি শূন্য হয়ে আছে। মসজিদ এবং রাস্তাসমূহও সুসজ্জিত করা হয়নি।  iqna

captcha